|

‘চরকি’ এবার ভারতে

চরকির জন্য এ যেন এক বিরাট আনন্দের দিন। বাংলাদেশে সাফল্যের পর এবার কলকাতায় কাজ শুরু করল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। পশ্চিমবঙ্গে যাত্রা শুরু উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় চরকির পক্ষ থেকে কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান চরকির কনটেন্ট প্রধান অনিন্দ্য ব্যানার্জি। এরপর পর্দায় দেখানো হয় চরকি নিয়ে নির্মিত একটি ভিডিও।

এরপর মঞ্চে আসেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি যাত্রার শুরু থেকেই বাংলাদেশের প্রতিভাদের নিয়ে কাজ করে আসছে। আমাদের ইচ্ছা, সারা পৃথিবীর বাঙালিদের সঙ্গে বাংলা কনটেন্ট দিয়ে কানেক্ট করা। সে কারণেই এ পর্যায়ে এসে কলকাতার গুণী পরিচালক, প্রযোজক, শিল্পীদের সঙ্গে চরকি যেন কাজ করতে পারে, সেই জায়গা থেকে এ যাত্রা শুরু করা। চরকি এখন দুই বাংলার ট্যালেন্ট নিয়ে কাজ করবে।’

রেদওয়ান রনি বলেন, ‘দর্শকের জন্য উপহার হচ্ছে, তাঁরা স্থানীয় মুদ্রায় (ভারতীয় মুদ্রা) খুব সহজে পেমেন্ট করে চরকি দেখতে পারবেন। আবার ইন্ডাস্ট্রির জন্য বড় উপহার হচ্ছে, এখানে লোকাল প্রোডাকশন নির্মাণ করবে চরকি। কলকাতাসহ সারা পৃথিবীর দর্শক প্রথম থেকেই যে চরকির সঙ্গে ছিলেন, সেটা নিয়ে আমরা আনন্দিত। এখন চরকি কলকাতায় কনটেন্ট নির্মাণ শুরু করতে পারবে, সেটা ভেবেও আনন্দিত।’

মঞ্চে দুই বাংলায় নির্মাতা, অভিনয়শিল্পীরা। চরকির সৌজন্যে

মঞ্চে দুই বাংলায় নির্মাতা, অভিনয়শিল্পীরা। চরকির সৌজন্যে

এদিকে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানিয়েছে, কলকাতার প্রথম সারির নির্মাতাদের সঙ্গে কাজের ব্যাপারে আলাপ চূড়ান্ত করেছে চরকি। এ প্রসঙ্গে দৈনিকটির অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে রেদওয়ান রনি বলেন, ‘সাধারণত আমরা বছরের শেষে কনটেন্ট ঘোষণা করি। আগে সব চূড়ান্ত হলে পূজার পর কলকাতার কনটেন্ট ঘোষণা করার ইচ্ছা রয়েছে।’

আজকের সংবাদ সম্মেলনে রেদওয়ান রনির বক্তব্যের পর অনিন্দ্য ব্যানার্জির সঞ্চালনায় আয়োজন করা হয় দুই বাংলার পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে আলোচনা পর্ব। এ পর্বে কথা বলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন রেদওয়ান রনি ও অনিন্দ্য ব্যানার্জি।

আলোচনা পর্বে সৃজিত মুখার্জি ও মোস্তফা সরয়ার ফারুকী। চরকির সৌজন্যে

আলোচনা পর্বে সৃজিত মুখার্জি ও মোস্তফা সরয়ার ফারুকী। চরকির সৌজন্যে

এরপর ছিল আরও একটি আলোচনা পর্ব। এতে অংশ নেন পশ্চিমবঙ্গের দুই সুপরিচিত তারকা স্বস্তিকা মুখার্জি ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং দুই বাংলায় সমান জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁদের পর মঞ্চে কথা বলেন অভিনেত্রী তমা মির্জা ও অভিনেতা সৌরভ দাস। শেষে মঞ্চে দলগত ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা।

এই আয়োজনে আরও ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকার; বাংলাদেশের নির্মাতা রায়হান রাফী, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহতা এবং প্রযোজক, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট রিভিউয়ারসহ অনেকেই।

মঞ্চে চঞ্চল চৌধুরী,     স্বস্তিকা মুখার্জি ও ঋত্বিক চক্রবর্তী। চরকির সৌজন্যে

মঞ্চে চঞ্চল চৌধুরী, স্বস্তিকা মুখার্জি ও ঋত্বিক চক্রবর্তী। চরকির সৌজন্যে

যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক প্রশংসিত হয়েছে চরকি। সাধারণ দর্শক, সমালোচক থেকে শুরু করে কলকাতার অভিনয়শিল্পীরাও চরকির কনটেন্টে মুগ্ধ হয়েছেন। এর আগে ‘পেট কাটা ষ’, ‘শাটিকাপ’, ‘ঊনলৌকিক’ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন সৃজিত মুখার্জি, অভিনেতা ঋদ্ধি সেন প্রমুখ। এ ছাড়া দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, চরকির কনটেন্ট তিনি দেখেন নেশাগ্রস্তের মতো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *